বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। তিনি বরিশাল জেলায় একমাত্র মহিলা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সরদার খালেদ হোসেন স্বপনকে হারিয়ে বিজয়ী হয়েছেন ফারজানা বিনতে ওহাব। বাবুগঞ্জ উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী ফারজানা বিনতে ওহাব পেয়েছেন ২৮ হাজার ৩৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার খালেদ হোসেন স্বপন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩৭৯ ভোট। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৫৩টি।
অপরদিকে উজিরপুর উপজেলায় সদ্য সাবেক চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চুকে হারিয়ে বিজয়ী হয়েছেন হাফিজুর রহমান ইকবাল। এখানে আ. মজিদ সিকদার বাচ্চু শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন।
উজিরপুর উপজেলায় হাফিজুর রহমান ইকবাল কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মজিদ সিকদার বাচ্চু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৪৬০ ভোট। এই উপজেলায় মোট কেন্দ্র ৮৩টি।