সুনামগঞ্জের মধ্যনগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ১২ হাজার ৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া।
বুধবার (৫ জুন) রাত ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৪টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ৪০ হাজার ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
যা কাস্টিং ভোটের ৫৪.৭৪ শতাংশ।
মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকে ৯ হাজার ৯১৬ ভোট পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।
এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি বিদ্যুৎ কান্তি সরকার পেয়েছেন ৬ হাজার ৫৮৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ২১ হাজার ৪১৭ ভোট পেয়ে বিজয়ী হালুফা আক্তার হেপি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলসি প্রতীকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৩২৭ ভোট।
মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ৫৪.৭৪ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।