নানা ব্যস্ততায় ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি, তাদের অনেকেই ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছাড়ছেন। আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুরের বাস কাউন্টারে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেছে।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। হারুন অর রশিদ নামের এক ব্যক্তি জানান, ঈদের দিন ঢাকায় কোরবানি দিয়েছেন।
নানা ব্যস্ততায় ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি, তাদের অনেকেই ঈদের দ্বিতীয় দিন ঢাকা ছাড়ছেন। আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুরের বাস কাউন্টারে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেছে।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। হারুন অর রশিদ নামের এক ব্যক্তি জানান, ঈদের দিন ঢাকায় কোরবানি দিয়েছেন।
আলহামরা কাউন্টারের টিকিট বিক্রেতা আমিরুল ইসলাম জানান, ঈদের আগের দিনের মতোই আজকেও যাত্রীদের চাপ রয়েছে। ২টার আগ পর্যন্ত কোনো বাসে সিট ফাঁকা নেই। বিকেলে সিট পাওয়া যাবে। এখন টিকিটের দাম ঈদের আগের দিনের মতোই ৬৫০ টাকা।
অন্যান্য সময়ে টিকিটের দাম ৫০০ টাকা। ঈদের জন্য ১০০ টাকা বেড়েছে, এখনো বাড়তি দামেই টিকিট বিক্রি হচ্ছে।