আগামী ৬ জুলাই, শনিবার ২০২৪, বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন লোক নাট্যদল এর ৪৩ বছর পূর্তি হচ্ছে। ১৯৮১ সালের ৬ জুলাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত একদল স্বপ্নদর্শী নতুনের আহবানে লোক নাট্যদল যাত্রা শুরু করে। জন্মলগ্ন থেকেই লোক নাট্যদল সুস্থ, সুন্দর ও জীবন-ঘনিষ্ঠ নাট্য মঞ্চায়নের মাধ্যমে এদেশের নাট্যদর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। চার দশকের ও অধিক সময়ে পথচলা লোক নাট্যদল এ পর্যন্ত ৩২টিরও অধিক নাটক মঞ্চে এনেছে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের
সর্বাধিক মঞ্চায়িত নাটক “কঞ্জুস”। এছাড়া অন্ধ নগরীর চৌপাট রাজা, মিড সামার নাইট্স ড্রিম, পদ্মা নদীর মাঝি, সোনাই মাধব, তপস্বী ও তরঙ্গিনী, সিদ্ধিদাতা, মাঝরাতের মানুষেরা, তুষাগ্নি, মরা, বশীকরণ, বৈকুন্ঠের খাতা, সুনাগরিকের সন্ধানে,
পরগাছা, ঠিকানা, সুন্দর, চন্দ্রালোক ইত্যাদি বহুমাত্রিক নাটক মঞ্চায়ন করেছে দলটি। বিভিন্ন সময়ে মানবতার সহায়তায় নাটক মঞ্চায়ন করে অবদান রেখে চলেছে লোক নাট্যদল।
৪৩ বছর পূর্তি উপলক্ষে লোক নাট্যদল আগামী ৬ জুলাই শনিবার ২০২৪ নিজস্ব কার্যালয়ে দলের সদস্য ও তাঁদের পরিবার পরিজনসহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঐদিন বিকেল ৪টা থেকে পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন রয়েছে।
লোক নাট্যদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে সকল নাট্যদর্শক, নাট্যকর্মী, সহযোদ্ধা নাট্য সংগঠন ও শুভানুধ্যায়ীদের প্রণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে, একই সঙ্গে দলের বিপুল সংখ্যক দর্শকের অংশগ্রহণ ও সহযোগিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে লোক নাট্যদল।