
কবিতা
পল্লী গ্রামের পল্লী বধু
বেলাল হোসেন রৌমারী
পল্লী গ্রামের পল্লী বধু কোথায় তুমি যাও?
কলসি কাছে ঘুমটা মাথায় একটু ফিরে চাও।
ঘাসের আগায় শিশির ডগায় ভিজল তোমার পাও
হেলেদুলে ভোর বেলাতে চলছ তুমি তাও।
আমি হলাম পল্লীগ্রামের গরীব ঘরের বধু
নদীর ঘাটে যাচ্ছি আমি জল আনিতে শুধু।
কেগো তুমি অচিন পথিক পিছন থেকে ডাকো
বাঁকা পথের মাঝে তুমি কেনো বসে থাকো।
স্বামী আমার যাবে মাঠে বসে আছে ঘরে
জল আনিয়া রান্না করে বিদায় করব তারে।
তাড়াতাড়ি ভাত রাধিয়া দিব স্বামীর মুখে
দুরের মাঠে যাবে স্বামী কাজ করিবে সুখে।