
কবিতার ভাষা
ইব্রাহিম খলিল সরকার
যে ভাষায় ফোটে কৃষাণীর হাসি,
যে ভাষায় গাহে রাখালের বাঁশি,
যে ভাষায় মাঠে ধান কাটে চাষা-
সে ভাষা আমার কবিতার ভাষা।
যে ভাষায় গাঁয়ে নর নারী হাঁটে,
যে ভাষায় বঁধু জল ভরে ঘাটে,
যে ভাষায় বাঁধে পাখিরা বাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।
যে ভাষায় ছোটে নদী কলকল,
যে ভাষায় ঘর ভেঙ্গে নেয় জল,
যে ভাষায় ফের গড়ে ঘর খাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।
যে ভাষায় জ্বলে আঁধারে আলো,
যে ভাষায় ঘোঁচে মনের কালো,
যে ভাষায় কাটে দুখ হতাশা-
সে ভাষা আমার কবিতার ভাষা।
যে ভাষায় কাঁদে শিশুরা ক্ষুধায়,
যে ভাষায় মা’র চোখ ভিজে যায়,
যে ভাষায় তবু জাগে মনে আশা-
সে ভাষা আমার কবিতার ভাষা।
যে ভাষায় কাঁপে শাসকের বুক,
যে ভাষায় মোছে শাসিতের দুখ,
যে ভাষায় মেটে মিছিল পিপাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।
যে ভাষায় বাজে জীবনের বীণ,
যে ভাষায় দেশে বদলিবে দিন,
যে ভাষায় হবে চিরদিন হাসা-
সে ভাষা আমার কবিতার ভাষা।