ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
শিরোনাম ::
আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রাইম গ্রুপের চেয়ারম্যান- আবু জাফর আহমেদ বাবুল রূপসায় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার খুলনা জেলার পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা প্রদান মরুর ফল সাম্মাম চাষে সফল ব্যাংক কর্মকর্তা জুয়েল মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ঈদে একদিন বন্ধের পর আজ ফের মেট্রোরেল চলাচল শুরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠালো বাংলাদেশ ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে, নেই চিরচেনা যানজট দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আল আমিন সোহাগ

ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

  • অনলাইন নিউজ
  • আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 164

প্রতিবছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালির বোলোনিয়ার শহরে হাজার বছর পুরোনো আরও একটি টাওয়ার হেলে পড়ছে, যার নাম গারিজেন্দা টাওয়ার। যদিও টাওয়ারটি আগে থেকেই কিছুটা হেলে ছিল।

টাওয়ারটি যেকোনো মুহূতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টাওয়ার এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ভেঙ্গে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়।

প্রসঙ্গত, বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে।

২০১৯ সালে গারিজেন্দা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় টাওয়ারটির নজরদারিতে বসানো হয়েছিল সেন্সর মেশিন। সম্প্রতি সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গারিজেন্দা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

আপডেট সময় : ০৭:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

প্রতিবছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালির বোলোনিয়ার শহরে হাজার বছর পুরোনো আরও একটি টাওয়ার হেলে পড়ছে, যার নাম গারিজেন্দা টাওয়ার। যদিও টাওয়ারটি আগে থেকেই কিছুটা হেলে ছিল।

টাওয়ারটি যেকোনো মুহূতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টাওয়ার এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ভেঙ্গে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়।

প্রসঙ্গত, বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে।

২০১৯ সালে গারিজেন্দা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় টাওয়ারটির নজরদারিতে বসানো হয়েছিল সেন্সর মেশিন। সম্প্রতি সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গারিজেন্দা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।