ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
শিরোনাম ::
আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রাইম গ্রুপের চেয়ারম্যান- আবু জাফর আহমেদ বাবুল রূপসায় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার খুলনা জেলার পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা প্রদান মরুর ফল সাম্মাম চাষে সফল ব্যাংক কর্মকর্তা জুয়েল মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ঈদে একদিন বন্ধের পর আজ ফের মেট্রোরেল চলাচল শুরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠালো বাংলাদেশ ঈদের দ্বিতীয় দিন ঢাকায় যান চলাচল বেড়েছে, নেই চিরচেনা যানজট দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আল আমিন সোহাগ

মৈত্রী দিবসে হেপাটাইটিস বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 231

ঢাকা : ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ‘মৈত্রী হেপাটাইটিস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট, রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং এবং ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার। সার্বিক সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট প্রেসিডেন্ট ও ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে হেপাটাইটিস বি’র সংক্রমণ থেকে লিভারের নানান জটিল রোগ, সেসবের জটিলতা, প্রতিরোধ ইত্যাদি নানা বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি হেপাটাইটিস বি নির্মূলে বাংলাদেশ-ভারত সহযোগিতার উপর জোর দেন। তিনি মনে করেন, ক্রস বর্ডার যোগাযোগ ছাড়া নানান কমন সাংস্কৃতিক ও সামাজিক বিশ্বাস, প্রথা ও কুসংস্কার ইত্যাদির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, রোটারিয়ান রিফাত হায়দার, ডেপুটি গভর্নর, রোটারিয়ান সাজেদুল হক, ডেপুটি গভর্নর ও রোটারিয়ান পর্না সাহা, অ্যাসিসটেন্ট গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রোটারী বাংলাদেশে হেপাটাইটিস নির্মূলে যে কর্মসূচি গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভারতীয় হাই কমিশন ও রোটারীর সহযোগিতায় আমাদের বন্ধুপ্রতীম দুই দেশ আরো অনেক কিছুর মতোই হেপাটাইটিস বি নির্মূলেও সহযোগিতার রোল মডেলে পরিণত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং-এর রোটারিয়ানরা অংশ নেন। হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন ল্যাব সাইন্স ডায়াগনোস্টিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

মৈত্রী দিবসে হেপাটাইটিস বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

ঢাকা : ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ‘মৈত্রী হেপাটাইটিস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’। শুক্রবার (০৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট, রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং এবং ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার। সার্বিক সহযোগিতায় ছিল বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট প্রেসিডেন্ট ও ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে হেপাটাইটিস বি’র সংক্রমণ থেকে লিভারের নানান জটিল রোগ, সেসবের জটিলতা, প্রতিরোধ ইত্যাদি নানা বিষয়ের উপর আলোকপাত করেন। তিনি হেপাটাইটিস বি নির্মূলে বাংলাদেশ-ভারত সহযোগিতার উপর জোর দেন। তিনি মনে করেন, ক্রস বর্ডার যোগাযোগ ছাড়া নানান কমন সাংস্কৃতিক ও সামাজিক বিশ্বাস, প্রথা ও কুসংস্কার ইত্যাদির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর, রোটারিয়ান রিফাত হায়দার, ডেপুটি গভর্নর, রোটারিয়ান সাজেদুল হক, ডেপুটি গভর্নর ও রোটারিয়ান পর্না সাহা, অ্যাসিসটেন্ট গভর্নর, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এবং মাহমুদুল হক পল্লব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রোটারী বাংলাদেশে হেপাটাইটিস নির্মূলে যে কর্মসূচি গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভারতীয় হাই কমিশন ও রোটারীর সহযোগিতায় আমাদের বন্ধুপ্রতীম দুই দেশ আরো অনেক কিছুর মতোই হেপাটাইটিস বি নির্মূলেও সহযোগিতার রোল মডেলে পরিণত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ক্লাব অব ঢাকা শাইনিং-এর রোটারিয়ানরা অংশ নেন। হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিংয়ের দায়িত্বে ছিলেন ল্যাব সাইন্স ডায়াগনোস্টিক।