ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২ স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রাইম গ্রুপের চেয়ারম্যান- আবু জাফর আহমেদ বাবুল রূপসায় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার খুলনা জেলার পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা প্রদান মরুর ফল সাম্মাম চাষে সফল ব্যাংক কর্মকর্তা জুয়েল মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ঈদে একদিন বন্ধের পর আজ ফের মেট্রোরেল চলাচল শুরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠালো বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশসহ প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টা থেকে ঢাকামুখী লেনে এ যানজট শুরু হয়। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমেছে। তবে ধীরগতি রয়েছে যানবাহনে।
এর আগে মহাসড়কের ঢাকাগামী লেনের যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত যানবাহনগুলো প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে আটকা পড়েছিল। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।

আব্দুর রহমান নামের এক যাত্রী বলেন, কাঁচপুরে থেকে শনিরআখড়া যাওয়ার জন্য সাড়ে ৭টায় গাড়িতে উঠেছি। শিমরাইল পর্যন্ত এসেই আটকে গেছি। গাড়ি এক চুল পরিমাণ নড়াচড়া করছে না। শুনেছি ঢাকার জ্যাম এটা।

গুলিস্তানে যাওয়ার জন্য গাড়িতে উঠলেও যানজটের কারণে নেমে যান বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ঈদ এলেই আমাদের ভোগান্তি পোহাতে হয়। ভেবেছিলাম এবার মুক্তি মিলবে। কিন্তু সেই একই অবস্থা।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জাগো নিউজকে বলেন, ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট যাত্রাবাড়ী থেকেই শুরু হয়েছে। আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, যানজট ঢাকা থেকে লেগেছে। আমরা কথা বলেছি। পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি

আপডেট সময় : ০১:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশসহ প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টা থেকে ঢাকামুখী লেনে এ যানজট শুরু হয়। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমেছে। তবে ধীরগতি রয়েছে যানবাহনে।
এর আগে মহাসড়কের ঢাকাগামী লেনের যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত যানবাহনগুলো প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে আটকা পড়েছিল। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।

আব্দুর রহমান নামের এক যাত্রী বলেন, কাঁচপুরে থেকে শনিরআখড়া যাওয়ার জন্য সাড়ে ৭টায় গাড়িতে উঠেছি। শিমরাইল পর্যন্ত এসেই আটকে গেছি। গাড়ি এক চুল পরিমাণ নড়াচড়া করছে না। শুনেছি ঢাকার জ্যাম এটা।

গুলিস্তানে যাওয়ার জন্য গাড়িতে উঠলেও যানজটের কারণে নেমে যান বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ঈদ এলেই আমাদের ভোগান্তি পোহাতে হয়। ভেবেছিলাম এবার মুক্তি মিলবে। কিন্তু সেই একই অবস্থা।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জাগো নিউজকে বলেন, ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট যাত্রাবাড়ী থেকেই শুরু হয়েছে। আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, যানজট ঢাকা থেকে লেগেছে। আমরা কথা বলেছি। পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে।