
যুবসমাজের জন্য বাস্তবমুখী উদ্যোগসহ সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের (সিপিডি) ৫৮তম অধিবেশনে অংশ নিয়ে এ আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। পরে নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উদ্ভাবন এবং স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানো। এ ধরনের উদ্যোগগুলো সবার জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে ধাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানসহ সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। পরে অধ্যাপক ডা. সায়েদুর রহমান ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক উচ্চ-স্তরের পার্শ্ব-অনুষ্ঠানে বক্তৃতা দেন। তিনি মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিপিডির ৫৮তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্ক সফর করছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান। প্রতিনিধি দলের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারওয়ার বারী এবং মহিলা বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হকও রয়েছেন। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার সার্বজনীন স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছে।