ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২ স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রাইম গ্রুপের চেয়ারম্যান- আবু জাফর আহমেদ বাবুল রূপসায় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার খুলনা জেলার পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা প্রদান মরুর ফল সাম্মাম চাষে সফল ব্যাংক কর্মকর্তা জুয়েল মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ঈদে একদিন বন্ধের পর আজ ফের মেট্রোরেল চলাচল শুরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠালো বাংলাদেশ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এবং যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গ্রেফতার ৬২ জনের মধ্যে সিলেটে ১৭, খুলনায় ৩১, গাজীপুরে ৪, কক্সবাজারে ১, চট্টগ্রামে ১, কুমিল্লায় ৪ এবং নারায়ণগঞ্জে ৪ জন রয়েছেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিকভাবে দায়ের করা চারটি মামলার তদন্ত চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাত থেকেই অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থা জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এ সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে-এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

লুটের জুতা বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন : সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সোমবার বিক্ষোভের সুযোগে লুট করা বাটার জুতা বিক্রির সময় মামুনুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্বৃত্তচক্রের ১৭ জনকে গ্রেফতার করা হয়। মামুনুল সিলেট নগরীর সাদিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। এদিকে বিক্ষোভ মিছিল থেকে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সব মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নগরীতে বিভিন্ন সময়ে অস্থিরতা সৃষ্টির সুযোগে এমন অপকর্ম ঘটিয়ে আসা আড়ালের চক্রকে চিহ্নিত করার দাবি তুলেছেন তারা।

কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে সব ধরনের কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও গুদামে হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নলুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হচ্ছেন হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক কোকাকোলার পরিবেশক দ্য জামাল অ্যান্ড কোম্পানির গুদামে প্রবেশ করে। তারা গুদামে মজুত কোমল পানীয় ধ্বংসের চেষ্টা চালায়। বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে।

খুলনায় আটক ৩১ : নগরীর বাটা শোরুম ও কেএফসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কুমিল্লায় গ্রেফতার ৪ : কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার গ্রামের বাসিন্দা সাফায়েত মজুমদার, কাপ্তান বাজার এলাকার জিহাদ হোসেন, শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম। আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেননি ওসি।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২

আপডেট সময় : ০৩:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সিলেট, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এবং যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, গ্রেফতার ৬২ জনের মধ্যে সিলেটে ১৭, খুলনায় ৩১, গাজীপুরে ৪, কক্সবাজারে ১, চট্টগ্রামে ১, কুমিল্লায় ৪ এবং নারায়ণগঞ্জে ৪ জন রয়েছেন।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার জানানো হয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। আনুষ্ঠানিকভাবে দায়ের করা চারটি মামলার তদন্ত চলছে। দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ সোমবার রাত থেকেই অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থা জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এ সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তদন্তে সহায়তা করতে পারে-এমন তথ্য যাদের কাছে আছে, তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে।

লুটের জুতা বিক্রি করতে ফেসবুকে বিজ্ঞাপন : সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সোমবার বিক্ষোভের সুযোগে লুট করা বাটার জুতা বিক্রির সময় মামুনুল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্বৃত্তচক্রের ১৭ জনকে গ্রেফতার করা হয়। মামুনুল সিলেট নগরীর সাদিপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। এদিকে বিক্ষোভ মিছিল থেকে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সব মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নগরীতে বিভিন্ন সময়ে অস্থিরতা সৃষ্টির সুযোগে এমন অপকর্ম ঘটিয়ে আসা আড়ালের চক্রকে চিহ্নিত করার দাবি তুলেছেন তারা।

কোকাকোলার গুদামে গিয়ে হুমকি ও হামলার চেষ্টা : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে কোকাকোলার ডিলারের গুদামে গিয়ে সব ধরনের কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও গুদামে হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নলুয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হচ্ছেন হামদাদ শরীফ রাইয়ান, মো. জহির, মো. রিয়াদ ও মো. সুজন। তারা সবাই জেলা সদরের মুসলিমনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জাহিদ ওরফে জহিরের নেতৃত্বে ৬-৭ জন যুবক কোকাকোলার পরিবেশক দ্য জামাল অ্যান্ড কোম্পানির গুদামে প্রবেশ করে। তারা গুদামে মজুত কোমল পানীয় ধ্বংসের চেষ্টা চালায়। বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার যুবককে আটক করে।

খুলনায় আটক ৩১ : নগরীর বাটা শোরুম ও কেএফসি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কুমিল্লায় গ্রেফতার ৪ : কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার গ্রামের বাসিন্দা সাফায়েত মজুমদার, কাপ্তান বাজার এলাকার জিহাদ হোসেন, শাসনগাছা এলাকার আবু বকর সিদ্দিক আসলাম। আরেকজনের নাম নিশ্চিত করে বলতে পারেননি ওসি।