
সারা দেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এর মধ্যে চতুর্থ ধাপে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। তার প্রাপ্ত ভোট ৩২ হাজার ৪০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকনুজ্জামান রিন্টু আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ২৯৯টি।
এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোকাদ্দেস। তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৬৩২। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান নিপন বই প্রতীক ভোট পেয়েছেন ২২ হাজার ৯৯২টি।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রিনা খাতুন।
তার প্রাপ্ত ভোট ২৫ হাজার ৫৮৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা খাতুন লতা কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৪৯৬।
এখানে মোট ভোট সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬৬৩। এর মধ্যে কাস্ট হয়েছে ৪০.০৪ % ভোট।