
ঈদযাত্রায় খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দিন খান। শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদুল আজহার ছুটি উদযাপন করার জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। অনেকে কম খরচে যাওয়ার জন্য পিকআপ ভ্যান, গবাদিপশুবাহী ট্রাক, খোলা ট্রাক, মালবাহী পরিবহন, বাসের ছাদে যাত্রা করেন। এভাবে ঝুঁকি নিয়ে যাত্রা করায় ঈদের ছুটিতে অনেক যাত্রী নিহত ও আহত হন।
জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের যাত্রা না করার আহ্বান জানিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান। দুপুরে তিনি এলাকাটি পরিদর্শন করেন।
শাহাবুদ্দিন খান বলেন, ‘যাত্রীদের কাছে অনুরোধ আপনার ঝুঁকিপূর্ণ অনিরাপদ যাত্রায় শামিল হবেন না৷ পিকআপ, পশুবাহী ট্রাক, খোলা ট্রাক, মালবাহী পরিবহন, বাসের ছাদে যাত্রা করবেন না৷ মনে রাখবেন, সময়ের তুলনায় জীবনের মূল্য অনেক বেশি।
ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা জোরদারের বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ‘ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সাদাপোশাকের বাইরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরোটা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমরা অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছি।
আশা করছি, এবারও ঈদযাত্রা নিরাপদ হবে।’
বৃহস্পতিবার (১৩ জুন) গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় ঘুরে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কোথাও কোনো যানজট নেই। তবে যানবাহনের চাপ রয়েছে। আগামীকাল শুক্রবার জেলার সব শিল্পকারখানা বন্ধ ঘোষণা করা হচ্ছে বলে জানা গেছে। কারখানা ছুটি হলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনের জন্য মহাসড়কে অতিরিক্ত পুলিশ দায়িত্বপালন শুরু করেছে। বেশ কয়েকটি রেকার রাখা হয়েছে।