ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
শিরোনাম ::
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২ স্বাস্থ্য-কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আমরা তোমাদের মানবতা ও মহত্ত্ব ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, প্রাইম গ্রুপের চেয়ারম্যান- আবু জাফর আহমেদ বাবুল রূপসায় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার খুলনা জেলার পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা প্রদান মরুর ফল সাম্মাম চাষে সফল ব্যাংক কর্মকর্তা জুয়েল মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ঈদে একদিন বন্ধের পর আজ ফের মেট্রোরেল চলাচল শুরু সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে ত্রাণের দ্বিতীয় মিশন পাঠালো বাংলাদেশ

বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজীর

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি ও অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে একের পর এক সম্পদ জব্দের মধ্যেই রাজধানীর বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন তিনি।

বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির কাছে পাঠানো এক চিঠিতে গত ১৩ জুন ঢাকার এই অভিজাত ক্লাব থেকে পদত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য নাসির ইউ মাহমুদ। বেনজীর আহমেদের জায়গায় ব্যবসায়ী রুবেল আজিজকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ব্যবসায়ী রুবেল আজিজ বোট ক্লাবের প্রথম সভাপতি ছিলেন।
নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বোট ক্লাবের প্রথম সভাপতি রুবেল আজিজ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। আমাদের গ্রুপে পাঠানো চিঠিতে বেনজীর আহমেদ রুবেল আজিজকে সভাপতি করার অনুরোধ জানালে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

জরুরি কাজে পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে থাকায় ক্লাবের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলে বেনজীর নতুন সভাপতি করার জন্য চিঠিতে অনুরোধ করেছেন।

ক্লাবটির ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা রয়েছে। এই ক্লাবের মোট সদস্যসংখ্যা প্রায় তিন হাজার।

২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এক বছর রুবেল আজিজ সভাপতি ছিলেন। পরে বেনজীর আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ায় এই পদে আর পরিবর্তন আসেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, সারা দেশে গ্রেফতার ৬২

বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজীর

আপডেট সময় : ০৩:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি ও অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে একের পর এক সম্পদ জব্দের মধ্যেই রাজধানীর বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন তিনি।

বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির কাছে পাঠানো এক চিঠিতে গত ১৩ জুন ঢাকার এই অভিজাত ক্লাব থেকে পদত্যাগ করেছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য নাসির ইউ মাহমুদ। বেনজীর আহমেদের জায়গায় ব্যবসায়ী রুবেল আজিজকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ব্যবসায়ী রুবেল আজিজ বোট ক্লাবের প্রথম সভাপতি ছিলেন।
নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘বোট ক্লাবের প্রথম সভাপতি রুবেল আজিজ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। আমাদের গ্রুপে পাঠানো চিঠিতে বেনজীর আহমেদ রুবেল আজিজকে সভাপতি করার অনুরোধ জানালে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

জরুরি কাজে পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে থাকায় ক্লাবের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলে বেনজীর নতুন সভাপতি করার জন্য চিঠিতে অনুরোধ করেছেন।

ক্লাবটির ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা রয়েছে। এই ক্লাবের মোট সদস্যসংখ্যা প্রায় তিন হাজার।

২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এক বছর রুবেল আজিজ সভাপতি ছিলেন। পরে বেনজীর আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ায় এই পদে আর পরিবর্তন আসেনি।