
ঈদের দ্বিতীয় দিন আজ মঙ্গলবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। তবে ঈদের দিনের তুলনায় পশু কোরবানির সংখ্যাটা কম।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করেননি।
ইসলামী শরিয়ত মতে, কোরবানির পশু জবাই করার সময় থাকে তিন দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে সামর্থ্য অনুযায়ী কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে, ঈদের পরের দুই দিন পশু কোরবানি করা যায়।