
স্টাফ রিপোর্টার ডেইলি কুড়িগ্রামঃ
প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, ৮ মে (বুধবার) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নিরাপত্তা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব, আনসার ভিডিপি ও গ্রামপুলিশসহ ভিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার সদস্যগণ।
বিকাল ৪টার পর থেকে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী ফলাফল আসতে শুরু হয়। পরে উপজেলা রির্টানিং অফিসার এমদাদুল হক বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।
এ নির্বাচনে রৌমারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম শালু কাপ পিরিচ,প্রতীক নিয়ে ২৪ হাজার ৫শ’৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. মজিবুর রহমান বঙ্গবাসি টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ২শ’৫৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. সামছু দোহা মাইক প্রতীক নিয়ে ৪০ হাজার ৪শ’ ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সেকেন্দার আলী চাঙ্গা টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪ শ’১৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহমুদা আকতার স্মৃতি (হাঁস) প্রতীক নিয়ে ৪৫ হাজার ৪ শ’ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আয়শা সিদ্দিকা আইরিন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৪ শ’২৯ ভোট।