
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী ও একটিতে বিএনপি সমর্থক প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (৫ জুন) রাত ১১টার দিকে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে এসব ফলাফল পাওয়া গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ২১ হাজার ৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিশোর কুমার পেয়েছেন ১৪ হাজার ৫৯৭ ভোট।
বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন ৩৩ হাজার ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫০ ভোট।
অপরদিকে রূপসা উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান।
তিনি পেয়েছেন ২৫ হাজার ৭৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।